মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে নাস্তিক ব্লগার আসাদ নুরের শাস্তির দাবিতে নরসিংদীর মনোহরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার আল মাহমুদ আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে মনোহরদী বাসষ্ট্যান্ড জামে মসজিদের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে আল মাহমুদ আইডিয়াল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও অন্যান্য মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
মানব বন্ধনে মুফতি ওয়ালিউল্লার সঞ্চালনায় আল মাহমুদ মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাঃ মো. আনোয়ার শাহ তার বক্তব্যে বলেন, আসাদ নুরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কোন নাস্তিককে প্রকাশ্যে চলাচলের সুযোগ দিলেও তারা সমাজকে বিভ্রান্ত করবে। আসাদ নুর একজন আত্মস্বীকৃত নাস্তিক।
দৈনিক যুগান্তরের সাংবাদিক হারুন অর রশিদ বলেন,মুসলমানের হৃদয়ের স্পন্দন হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য আমরা মুসলমান হিসেবে মেনে নিতে পারিনা।তাই বাংলাদেশের সরকারের প্রতি উদ্দাত্ত আহবান এই নাস্তিক ব্লগার আসাদ নুরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাসষ্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মো.ওবাইদুল্লাহ, হাফেজ মাঃমশিউর রহমান, হাফেজ মো.বরকত উল্লাহ,আল খিদমা প্রেসের স্বত্বাধিকারী ওয়ালিউল্লাহ প্রমুখ।
Leave a Reply