আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

লংগদুতে তৌহিদী জনতার বিক্ষোভ সভা

লংগদু প্রতিনিধিঃ  

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে রাঙামাটির লংগদুতে উপজেলা ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার বাইট্টাপাড়া বাজার হতে বিক্ষোভ মিছিল বের হয়ে লংগদু শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে সমাবেশে একত্রিত হয়।

উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক হাফেজ আব্দুল মতিনের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা সোহেল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুশ শরফের সুপার মাওলানা ফোরকান আহমদ।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফেরদৌস আলম, মাওলানা আমিনুর রশিদ, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা জুবাইদুল হাছান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ইমাইল হোসেন, মাওলানা জুলফিকার সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মুসলিম প্রিয় জনতা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনের উপরে ইসরায়েলি বাহিনী হামলা করছে এভাবে চলতে থাকলে আমরাও বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সহযোগিতা করে ইসরায়েলকে পরাজিত করবো। নিরীহ মুসলিমদের পক্ষে আমাদের আন্দোলন আগামীতে আরো বেগবান করা হবে বলে জানান।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...