আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পত্রিকায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, সভাপতিকে কারন দর্শানোর নোটিশ

নীলফামারী প্রতিনিধিঃ  

নীলফামারী জলঢাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং
কমিটির সভাপতি ও অধ্যক্ষ কর্তৃক গোপন যোগসাজশে পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারনা মুলক, বে-আইনি ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ওই ভুয়া প্রকাশিত নিয়োগ বিজ্ঞাপন অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সুসম্পুন্ন করে অনেকটা লোকচক্ষুর আড়ালে দিনাতিপাত করছেন অধ্যক্ষ ও সভাপতি। পত্রিকায় প্রকাশ না করেও বে-আইনি ও জালিয়াতির মাধ্যম ভুয়া নিয়োগ মুদ্রিত করে প্রতারনা করার জন্য রাজারহাট কাবাদীয়া রহমানিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি দবির হুদা বরাবর ৭ কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন উত্তরাঞ্চলের বহুল প্রচারিত নীলফামারী জেলা থেকে প্রকাশিত দৈনিক নীল কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মাহবুবুল হক দুদুল।

চলতি মাসের ২রা মে জেলা জজ কোর্টের এ্যাডভোকেট গোলাম রব্বানী শাহ্ সাক্ষরিত একটি পরিপত্রে তা নিশ্চিত হওয়া গেছে। পরিপত্রটিতে উল্লেখ্য করা হয়েছে দৈনিক নীলকথা পত্রিকার সুনাম ক্ষুন্ন করার জন্য প্রতারনামুলক ও বে-আইনি ভাবে গত বছরের ২৯শে ডিসেম্বর ২২ই তারিখ উল্লেখ্য করে জলঢাকা উপজেলা কাঠাঁলী ইউনিয়নের রাজারহাট কাবাদীয়া রহমানিয়া আলিম মাদ্রাসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দেখানো হয়। যাহা সম্পুর্ন চক্রান্ত মুলক, প্রতারনামুলক ও বে-আইনি বটে। উক্ত তারিখে নীলকথা পত্রিকায় কোনরুপ নিয়োগ বিজ্ঞপ্তি আদৌ প্রকাশ করা হয় নাই।

লিগ্যাল নোটিশটিতে আরো উল্লেখ্য রয়েছে নিজ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে নীলকথা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করিয়াও গোপনে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে প্রতারনামুলক ভাবে পত্রিকার সুনাম ক্ষুন্ন করার হীন প্রচেষ্টায় লিপ্ত আছেন এবং উক্ত মাদ্রাসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারে প্রতারনার আশ্রয় গ্রহন করিয়াছেন সেইসঙ্গে জালিয়াতি ও প্রতারনামুলক এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে না তাহার কারন দর্শনের জন্য পত্র প্রাপ্তির ৭কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

অন্যদিকে ৭ই মে রবিবার বেলা সাড়ে ১২টার সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহের জন্য মাদ্রাসা চলাকালীন সময়ে গিয়ে দেখা যায়, অধ্যক্ষের কক্ষে তালা ঝুলছে। এ সময় অফিস পিয়ন মোকাররম আলী জানান, অধ্যক্ষ সাহেব নাই বাহিরে গেছে। ফোন দেন। অফিস পিয়ন মোকাররমের কথা মত অধ্যক্ষকে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে ম্যানেজিং কমিটির সভাপতি জাপা নেতা দবির হুদা সাহেবের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে তাকে না পেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় স্বরনাপন্ন হয়েও তার দেখা মেলেনি।

সুত্রমতে ওই ভুয়া ও প্রতারনামুলক নিয়োগ বানিজ্যের পর থেকে অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি অনেকটা লোকচক্ষুর আড়ালে রয়েছে। অন্যদিকে গোপন এই নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনসহ বিভিন্ন সরকারি প্রশাসনির দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিরপেক্ষ একটি নিয়োগ প্রক্রিয়া সুসম্পুন করার দাবী চাকুরী প্রত্যাশীদের।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক যুগান্তরকে জানান, ওই নিয়োগে আমি ছিলাম না। তবে পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করায় কারন দর্শনোর জন্য লিগ্যাল নোটিশ পেয়েছে এটি আমি পরে জেনেছি এবং এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অধ্যক্ষ মাদ্রাসায় আশে না এমন প্রশ্নে শিক্ষা অফিসার বলেন, বিষয়টি দেখতে হবে ও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...