আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিমলায় ইউপি নির্বাচন; দৌড়চক্রে নৌকা প্রত্যাশীরা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: 

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার তিন ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে চেয়ারম্যান প্রার্থীরা দৌড়চক্র শুরু করেছে।নির্বাচন কমিশন কর্তৃক ঘোষনা অনুযায়ী আগামী ১৭ জুলাই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে,এর মধ্যে নির্বাচনের মাঠ সরগরম

আওয়ামীলীগের একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করলেও বিএনপি এবং জমায়েতে ইসলামী দলীয় সিদ্ধান্ত শোনা যায়নি।তবে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের বিপরীতে সতন্ত্র প্রার্থীরাই নির্বাচন করবেন বলে জানা গেছে।

খগাখড়িবাড়ী: আলোচনায় ৩নং খগাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ। সতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন একটানা তৃতীয়বার নির্বাচিত চলতি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন।

টেপাখড়িবাড়ী: টেপাখড়িবাড়ীতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হলেন,চলতি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ময়নুল হক।চলতি চেয়ারম্যানের নানা বিতর্কিত কর্মকান্ডকে দলীয় ভাবমূর্তির হাত থেকে রক্ষা করতে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক। এছাড়াও দলীয় মনোনয়ন প্রত্যাশায় দীর্ঘদিন যাবত উন্নয়নমূলক কর্মকান্ড করে যাচ্ছেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মরহুম হায়দার আলীর ছোটপুত্র হারুনর রশিদ।অপরদিকে,আওয়ামীলীগের বিপরীতে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ব্যাপক জনসমর্থন নিয়ে আলোচনায় আছেন টানা দুই মেয়াদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন।

 

গযাবাড়ী:৫নং গয়াবাড়ীতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন সরকার দৌঁড়ে এগিয়ে আছেন,শোনা যাচ্ছে সাধারণ সম্পাদক মামুন অর রশিদের নামও ,জনসমর্থনে এগিয়ে আছেন সাবেক চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন,মনোনয়ন প্রত্যাশী ঠিকাদার অলিয়ার রহমান এবং লেবুর নাম। এই ইউনিয়নে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারনা শুরু করেছেন চলতি চেয়ারম্যান সামসুল হক।

এবিষয়ে ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু জানান,বাংলাদেশ আওয়ামীলীগ দেশের সর্ববৃহৎ দল। এ দলে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে।এটি একটি গণতান্ত্রিক চর্চা।তবে দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেয়া হবে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...