আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাটমোহরে মৌমাছির কামড়ে ভ্যানচালকের মৃত্যু, আহত-৩

মোঃ কায়সার আহম্মেদ, পাবনা সংবাদদাতাঃ

পাবনার চাটমোহরে মৌমাছির কামড়ে কালু প্রামানিক (৬০) নামক এক ভ্যান গাড়ি চালকের মৃত্যু হয়েছে। মৃত কালু প্রাং চাটমোহরের হরিপুর ইউনিয়নের বরুরিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মৌমাছির কামড়ে উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে জুয়েল রানা (২৪), ধরইল গ্রামের মৃত খোদাবক্স প্রামানিকের ছেলে আমজাদ হোসেন (৬৫) ও ধুলাউরি গ্রামের ফকির উদ্দিনের ছেলে হযরত আলী (৫০) আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ভ্যানচালক কালু প্রাং চাটমোহর থেকে তিনজন যাত্রী নিয়ে উপজেলার রেল বজারের দিকে যাওয়ার সময় রতনপুর এলাকায় পৌঁছিলে হঠাৎ এক ঝাঁক মৌমাছি উড়ে এসে তাদের কামড়ানো শুরু করে। কালু প্রাং দ্রত এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা তাদের আহতাবস্থায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালু প্রাং কে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলমাস আহমেদ আবির বলেন, মৌমাছির কামড়ে আক্রান্ত ভ্যান চালক ও যাত্রীদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে কালু প্রামানিককে মৃতাবস্থায় পাওয়া যায়। হাসপাতালে আনার পথে তিনি মারা যান। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...