আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

“কাব্যিক চাষা” মোখলেছুর রহমান

কাব্যিক চাষা
লেখকঃ মোখলেছুর রহমান, সিনিয়র শিক্ষক, দুলাল কান্দি দাখিল মাদ্রাসা, বেলাব-নরসিংদী। 

বাপ দাদাদের পেশা ধরে
আমি গাঁয়ের চাষী,
অঙ্গে আমার মাটির গন্ধ
মাটি ভালোবাসি ।

মাটির সাথে সখ্যতা মোর
মাটির সাথে খেলা,
লাঙল দিয়ে মাটি চষি
ভাঙ্গি মাটির ঢেলা ।

সময়মতো ফসল ফলাই
শ্যামল মাটির ভরে,
মুখে ফুটে তৃপ্তির হাসি
ফসল এলে ঘরে।

অনাবৃষ্টি আর খরাতে
ফসল হলে নষ্ট,
কর্য্য ঋণে অভাব মেটাই
নিই না মনে কষ্ট।

ফের জমিতে আবাদ করি
আশা নিয়ে বুকে,
রবের কৃপায় ফসল দানে
অভাব যায় যে চুকে ।

যৎসামান্য শিক্ষা নিয়ে
আমি কাব্যিক চাষা,
কাজের ফাকে মাঝে মাঝে
খুঁজি কাব্যের ভাষা ।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...