আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লংগদুতে ৬০ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ

সাকিব আলম মামুন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি-

রাঙামাটির লংগদুতে বিজিবি জোনের বিশেষ অভিযানে ৬ লক্ষাধিক টাকার সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

গতকাল দুপুরে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম অভিযান পরিচালনা করে এসব কাঠ উদ্ধার করেন।

বিজিবি সূত্রে জানা যায়, লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে জোনের ৪০ জন, সর্বাতলী বিজিবি ক্যাম্পের ১০ জন এবং চরুয়াখালী বিজিবি ক্যাম্প হতে ১০ জন সদস্যসহ মোট ৬০ জন সদস্যের একটি বিশেষ টহল দলের সঙ্গে পাবলাখালী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আবু হোসাইন খানসহ ৫ জন পুলিশ সদস্যসের সমন্বয়ে চরুয়াখালী ও সর্বাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চরুয়াখালী কমিউনিটি ক্লিনিক নামক স্থান হতে আনুমানিক ২১৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। পরবর্তীতে সর্বাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার তালুকদারপাড়া নামক স্থানে অভিযান পরিচালনার করে আরও ১১২ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।

বিশেষ অভিযানে দুই স্থান হতে সর্বমোট ৩৩০ সিএফটি সেগুন গোলকাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা। গোলকাঠ পাবলাখালি বন বিভাগে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...