আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবপুরে তেল কম দেওয়ায় পেট্রল পাম্প মালিককে জরিমানা

শেখ মানিক 

নরসিংদীর শিবপুরে পেট্রল, অকটেন ও ডিজেল তেল মাপে কম দেওয়ায় এফ মাস্টার ফিলিং স্টেশনের মালিক জাকির হোসেন কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাসট্যান্ড এলাকার এফ মাস্টার ফিলিং স্টেশন থেকে উপজেলার বৈলাব গ্রামের কৃষক আব্দুল গফুর ও চান্দেরটেক গ্রামের কৃষক রেনু মিয়া ট্রাক্টর চালানোর জন্য ডিজেল তেল ক্রয় করেন। পরে ওজনে কম সন্দেহ হলে পাশে এক দোকানে নিয়ে মাপ করে দেখতে পায় পরিমাণে তেল কম দিয়েছে ৭০০ গ্রাম। এসময় স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসার কে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কে ঘটনাস্থলে পাঠায়। তিনি উপস্থিত হয়ে ভুক্তভোগীর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল এ জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করেছেন।
এ সময় শিবপুর মডেল থানার উপপরিদর্শক সাকাওয়াত ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...