শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী (আমীন) ও সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের কমিটিতে মো. সাইদুর রহমান সুজাত সভাপতি ও সাধারণ সম্পাদক আকাশ রঞ্জন দেব। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন,সহ-সভাপতি পদে আশারাফ চৌধুরী ফাহিম, সালাত মিয়া, রাজন চন্দ্র দাস, ব্রজ গোপাল, আদিত্য সন্তোষ,মোঃ আইয়ুব উর রহমান আকাশ, অনিক রায়, মো আজমান মিয়া, আশীষ কুমার চন্দ্র, মোঃশরীফ উদ্দিন , ইমরান হোসেন, নেছার আহমেদ ,নাইমুর রহমান নাঈম,ঝলক দাশ, রাহুল দাশ দূর্জয়,শাহজাহান আহমদ রনি,দেলোয়ার হোসেন, ইকরামুল হক ইয়ান ,মোস্তফা কামাল , প্রিতম পাল ,রিপন মৃদা ,আশীষ কর্মকার ,মোঃনির্জন আহমেদ মাহী ,মৃনাল সেন ,নিলয় পাল ,মো অহিদ মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাবেদ হোসেন পাপ্পু, মো রেদোয়ান ইসলাম নেওয়াজ ,ফয়সাল আহমদ ,ফারহান হোসেন চৌধুরী আরিয়ান ,মাহবুব আলম ,ইমতিয়াজ হোসেন সিহাব ,পলাশ দেব নাথ, মোহন মিয়া, ,কাইফ খান ।
সাংগঠনিক সম্পাদক পদে মুয়িত উর রহমান (সাজু), মো,সুয়েব আহমদ, মো,কামরুল হাসান ,পিনাক দাশ,মো,হাসানুজ্জাম রিয়াদ,দেলোয়ার হোসেন, সাজ্জাদ মিয়া, ফতেউল ইসলাম ,জাহিদ হাসান । ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে ইফফাত নাহার তারানা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক শাহানা সুলতানা সহ ৪৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Leave a Reply