আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন সভাপতি উজ্জ্বল,  সম্পাদক তাসলিম

শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী (আমীন) ও সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছ‌রের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ, সহ-সভাপতি পদে, আরেফিন জাহান রাইয়ান ,আমিনুর রশীদ রুমান,ইমতাদ হোসেন চৌধুরী রিমু, আতিকুর রহমান ফাহিম,অরুনাভ দেব রায়, ,আনিসুজ্জামান সিফাত,মো,আরিফুল হক,অনিক দেব,রতন দাশ কে রাখা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে অভিজিৎ দাশ গুপ্ত রবিন,  সাগর মিয়া, জাহিদুল ইসলাম শান্ত ,মো,সিদ্দিকুল ইসলাম তাহনিম, রাকান মোঃইমাম ,তায়েফ মাহমুদ, আফরান হোসেন আকিব ,সাগর আচার্য্য ও আশিক জামান।

সাংগঠনিক সম্পাদক পদে রাকিব হোসেন ,রবিউল আলম,  জুবেল আহমেদ, মোঃ শাকিল মিয়া, সামাদ হোসেন অনিক ,মো রিয়াদ আহমেদ তরফদার ,জাহেদ আহমেদ, মো,সাকিব আহমদ ও ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার সহ কমিটি গঠন করা হয়।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...