আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবপুরে এমপির কার্যালয়ে আগুনের মামলায় আরিফ উল ইসলাম মৃধার জামিন লাভ

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয় পোড়ানোর ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব আরিফ উল ইসলাম মৃধা।
বুধবার (২২ মার্চ) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ জামিন আবেদন মঞ্জর করেন।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন চৌধুরী জামিন হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১টার দিকে শিবপুর সদর রোডে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনার পরদিন বিকেলে মামলা হওয়ার আগেই পূবেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার শিবপুর মডেল থানায় সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা ও পুটিয়া হাটের ইজারাদার খোরশেদ হাজীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন সেলিম ভূইয়া নামে এক ব্যক্তি। মামলার বাদী মামলায় নিজেকে শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় উল্লেখ করলেও পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া সে আওয়ামী লীগের কেউ নন বলে দাবি করেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...