আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীর শাপলা চত্ত্বরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ নির্মাণ শ্রমিক গুরুতর আহত।

 

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শাপলা চত্ত্বর রেলওয়ে স্টেশন রোডে নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ নির্মাণ শ্রমিক গুরুতর আহত।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় নির্মাণাধীন ভবনের ছাদে রড উঠাতে গেলে ভবনের পাশে থাকা বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সাথে রড়ের স্পর্শ লাগলে এ-ই বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে।

আহতরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা গ্রামের আকাশ( ২২), চাপাইনবাবগঞ্জের মাসুদ রানা( ২৫), আরিফ( ২৩), সাইরুল( ২৮) এঁদের মধ্যে আকাশকে শংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বাকিরা চিকিৎসাধীন নরসিংদী জেলা ও সদর হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাদের উপর রডের কাজ করছিলেন নির্মাণশ্রমিকরা। নিচ থেকে ছাদে রড উত্তোলনের সময় বৈদ্যুতিক তারের সাথে রডের স্পর্শে এ-ই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোমেন জানান,’আমি দূরে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ দেখি একজনের হাতে থাকা রড বিদ্যুৎ এর তারের লেগে গেছে, ও-ই ছেলেটা সাথে সাথে তিনতলা থেকে নিচে ছিটকে পরে গেছে। বাকিরা ছাদে ছটফট করছিলো, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত একজনের অবস্থা শংকাজনক হওয়ায় ঢামেকে প্রেরণ করা হয়েছে। বাকিদের নরসিংদীতেই চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে, তারাঁ শংকামুক্ত।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...