আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপিএইচসিডিওএ’র নরসিংদী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ)’র নরসিংদী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিপিএইচসিডিওএ’র নরসিংদী জেলা শাখার সভাপতি ডা: এহতেশামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: মনিরুজ্জামান ভূইয়া।

বিপিএইচসিডিওএ’র নরসিংদী শাখার সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ ডা: রাহাত হোসেন, সিভিল সার্জন নরসিংদী ডা: মো. নূরুল ইসলাম, নরসিংদী জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক পীরজাদা আলহাজ্ব কাজী মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিপিএইচসিডিওএ’র নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মাখন দাস, বিএমএ নরসিংদী শাখার সভাপতি ডা: মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ডা: সাজেদুল হকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

নরসিংদী জেলায় প্রায় ৩ শতাধিক বেসরকারি হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকের ডাক্তার ছাড়াও প্রায় ৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে জানিয়ে বেসরকারি ক্লিনিক নিবন্ধন, সকল প্রকার বাণিজ্যিক লাইসেন্স, সামাজিক দায়বদ্ধতা ও সর্বোচ্চ সেবা নিশ্চিতে আলোচনা করেন বক্তারা। এ সময়, সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সমূহকে আবশ্যিকভাবে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশনের সদস্য পদ আবশ্যিকভাবে সদস্যভুক্তির আহবান জানান বক্তারা।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...