আজ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বেলাব হবে সমগ্র দেশেন মধ্যে দৃষ্টিনন্দন উপজেলা…….বেলাবতে শিল্পমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক 

বেলাব হবে সমগ্র দেশের মধ্যে দৃষ্টিনন্দন উপজেলা।শতশত লোকের কর্মসংস্থান হবে নারায়ণপুরের বিসিক শিল্প নগরীতে।

বেলাব উপজেলার সর্বস্তরের মানুষের জন্য আমার মন্ত্রণালয় সর্বক্ষণ খোলা থাকবে।

আমাদের রাজনীতি ঐক্যের উন্নয়নের। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। আমরা ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিবো।

মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর আওতায় বেলাব উপজেলার ভূমিহীন হরিজন সম্প্রদায়কে পূর্নবাসনের লক্ষে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের হাতে ধরে দেশে উন্নয়নে কাজে এগিয়ে যাচ্ছে দূর্বারগতিতে। তাই আবার ও আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহবান জানান।

গতকাল (৮ ডিসেম্বর ) বৃহস্পতিবার বিকালে উপজেলার বেলাব বাজারে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর আওতায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ৩০ টি ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান ভূইয়া,উপজেলা প্রকৌশলী মোঃসামসুল হক ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাব্বাচ্ছুম শাহ্,বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি, আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হাসান’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published.

     এ ক্যাটাগরির আরো নিউজ...