আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতার ‘নেতাজী সুভাষ চন্দ্র বসু পীস অ্যাওয়ার্ড’ পেলেন ভাবলা হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাপ আফ্রাদ

নিজস্ব প্রতিবেদক –

সম্প্রতি এক অনন্য সম্মাননায় ভূষিত হলেন নরসিংদী জেলার বেলাব উপজেলার ভাবলা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. গোলাপ আফ্রাদ।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারতের কলকাতা থেকে ‘নেতাজী সুভাষ চন্দ্র বসু পীস অ্যাওয়ার্ড- ২০২২’ লাভ করেছেন তিনি।

সেই সঙ্গে লাভ করেছেন একটি স্বীকৃতিমূলক সনদপত্র। গত ২৫ নভেম্বর ‘ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল ও সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ’ এর যৌথ প্রয়াস এবং ‘শ্রম্নতিবৃত্ত’ নামক সাংস্কৃতিক সংগঠনের সার্বিক তত্ত্বাবধায়নে আইসিসিআর, কলকাতার সত্যজিৎ রায়
অডিটোরিয়ামে আয়োজন করা হয় ‘ভারত-বাংলাদেশ বঙ্গমেলা’।

আর এই আয়োজনেরই অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘নেতাজী সুভাষ চন্দ্র বসু
পীস অ্যাওয়ার্ড- ২০২২’।

যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী, বিধায়ক, এমএলএ এবং টেলিভিশন, চলচ্চিত্র ও শিল্প-সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তবে যথাসময়ে ভিসা-পাসপোর্ট তৈরি করতে না পারায় মো. গোলাপ আফ্রাদ অনুষ্ঠানস্থলে যেতে পারেননি এবং সম্মানজনক এই অ্যাওয়ার্ড ও সনদপত্রটি হাতে হাতে গ্রহণ করতে পারেননি।

আয়োজকগণ এগুলো তার কাছে পাঠিয়েছেন কুরিয়ার যোগে। এর আগে গত ১০ নভেম্বর ইন্ডিয়া
বাংলাদেশ কালচারাল কাউন্সিলের নির্বাহী সভাপতি শুভদীপ চক্রবর্তী
স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়ে মো. গোলাপ আফ্রাদকে জানানো হয় অ্যাওয়ার্ডের জন্য তাকে মনোনীত করার খবরটি।

অনন্য এই সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো. গোলাপ আফ্রাদ বলেন- ‘সদ্য প্রতিষ্ঠিত একটা স্কুলে পাঠদান না যতটা পরিশ্রমের, এরচেয়ে হাজারগুণ পরিশ্রমের অভিভাবকদের বোঝানো। কারণ, তারা নতুন স্কুলে তাদের সন্তান পাঠাতে চান না। আর আমি এই অক্লান্ত পরিশ্রমের কাজটিই করে আসছি গত প্রায় দশ বছর ধরে। ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল আমার এই পরিশ্রমের স্বীকৃতি দিয়েছে; সত্যিই আমি আবেগাপস্ত। এই স্বীকৃতি, এই সম্মাননা আমার দায়িত্ব বাড়িয়ে দিল বহুগুণ। আমি চেষ্টা করবো এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে।’

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...