আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টালশেল। নিহত ১ আহত ৫ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক–

মিয়ানমারের ছোড়া মর্টাল শেলের আঘাতে ৬ রোহিঙ্গা রক্তাক্ত হবার পর হাসপাতালে নেয়ার পথে আহত এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

আজ শনিবার রাত ৮ টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরিত হয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে নোম্যান্সল্যান্ডে এলাকার মোহাম্মদ ইকবাল হোসেন (১৮) নামে এক রোহিঙ্গা নিহত ও পাঁচজন রোহিঙ্গা আহত হয়।

নিহত রোহিঙ্গা মোহাম্মদ ইকবাল হোসেন শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের মতলব হোসেনের ছেলে বলে জানিয়েছেন নোম্যান্সল্যান্ডের রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, রাত ৮টার দিকে শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে লক্ষ্য করে মিয়ানমার থেকে মর্টারশেল ছোড়া হয়। এতে বিস্ফোরণ হয়ে ছয়জন রোহিঙ্গা আহত হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

তুমব্রু সীমান্তের বাসিন্দারা জানান হঠাৎ করেই আজ রাতে মিয়ানমার থেকে গোলা এসে শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে পড়ে। এ ঘটনায় সীমান্তের রোহিঙ্গা ও স্থানীয়রা আতঙ্কে আছেন।’

এসব তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, মর্টারশেলের আঘাতে ৬ রোহিঙ্গা আহত হয়। তাদের উখিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্য এক রোহিঙ্গা যুবক মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...