আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে অস্ত্রসহ চাঞ্চল্যকর আরিফ পাঠান হত্যা মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী ও চাঞ্চল্যকর আরিফ পাঠান হত্যা মামলার আসামী আহসান হোসেন (৪২) ওরফে টিটুকে ২ (দুই) রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ । শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে উপজেলার কারারচর গ্রামের আদুরী অ্যাপারেলস মিলস গেইটে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

গ্রেফতারকৃত টিটু শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর গ্রামের সোলায়মান পাঠানের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার এ তথ্য নিশ্চিত করে জানান, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম)’র দিক নির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি দল শনিবার সন্ধ্যা পৌঁনে ৬টায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী আহসান হোসেন ওরফে টিটুকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

ওসি আবুল বাশার জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী টিটুর বিরুদ্ধে ইতোপূর্বে অস্ত্র আইনে দুইটি ও একটি হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত টিটুকে শিবপুর মডেল থানায় অস্ত্র আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...