আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকায় “পদ্মা সেতু উন্নয়নের মাইলফলক ও ইউক্রেন-রাশিয়ার সংকট উত্তরণ শীর্ষক” আন্তর্জাতিক সেমিনার

প্রেস রিলিজ :

দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার “পদ্মা সেতু উন্নয়নের মাইলফলক ও ইউক্রেন—রাশিয়ার সংকট উত্তরণ শীর্ষক” আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেন। বুধবার ২৭ জুলাই বিকাল ৪ টায় ২২/১ তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারটি সঞ্চালনা করেন সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল মোঃ আব্দুর রহমান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাকারিয়া লিংকন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের স্বনামধন্য সাহিত্যিক দিলীপ রায়।
সেমিনার উদ্বোধন করেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টার এর জেনারেল সেক্রেটারী নাজমা সুলতানা নীলা।বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মোঃ শেখ কামাল, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন বার্তার সম্পাদক আব্বাস চৌধুরী, সেনবাগ মিডিয়া ক্লাবের সভাপতি জিএস মোশাররফ হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মান্নান সিরাজী, বাংলাদেশ বেতার শিল্পী সাহানা বেগম, বিশিষ্ট সমাজকমীর্ ও সাংবাদিক আলাউদ্দিন আলো, বিশিষ্ট সাংবাদিক আবদুল করিম, বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক তাইজুল ইসলাম, বিশিষ্ট কবি সাহিত্যিক আবুল খায়ের, অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক একেএম নোমান। সেমিনারে বক্তব্য রাখেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার প্রকৌশলী মোঃ কামাল হোসেন, এম এ আকরাম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার সাইদুল ইসলাম, মোঃ মোস্তফা খাঁন, মোক্তাদুল পালোয়ান, লায়ন এ. জেড. এম. মাইনুল ইসলাম, বদরুল আমীন, মোহাম্মদ আলী সুমন,সাবিকুন নাহার প্রমুখ।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...