আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরদীতে ‘মাকসুদা বেগম স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা- ২০২২’ অনুষ্ঠিত

 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে পাঁচকান্দি শহীদ মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা মরহুমা মোসা. মাকসুদা বেগম এর স্মরণে “মাকসুদা বেগম স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২২” অনুষ্ঠিত হয়। ৩০ ও ৩১ ডিসেম্বর নামাগোতাশিয়ায় ভিশন স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৩৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য বেল্লাল আহমেদ ভূঞা অনিক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক জাহেদুল ইসলাম ভূঞা পনিক, শিক্ষক খালেক, সাইদুর, ইকবাল ,মিন্টু মাস্টার, ফাহিম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী ইমরান ভূইয়া তমাল এবং ভিশন স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নওশেদ কামাল প্রান্ত।

বৃত্তি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত অভিভাবকেরা মনে করেন মেধাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হবে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...