আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদীর মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মিকুঞ্জ দাস (৪৫) নামে এক জেলে জেলের মৃত্যু হয়েছে ।
বজ্রপাতের সময় নদীতে পড়ে সুমন দাস (২৫) নামে আরেক জেলে নিখোঁজ হয়েছেন।

সোমবার (১ আগস্ট) দুপুরে নরসিংদী শহর সংলগ্ন হাজীপুর এলাকার মেঘনা নদীতে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত জেলে মিকুঞ্জ দাস নরসিংদী সদর উপজেলার হাজীপুর নয়াপাড়া এলাকার মৃত মতি লাল দাসের ছেলে। নিখোঁজ সুমন দাস একই এলাকার ধিরাই চন্দ্র দাসের ছেলে।

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানান, সদর উপজেলার হাজীপুর এলাকার মিকুঞ্জ দাস সহ কিছু জেলে প্রতিদিনের মতো মেঘনা নদীতে মাছ ধরতে যায়। পর দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা নদীর মাঝে নৌকাটি খুটিতে বেঁধে নৌকার ভেতরে অবস্থান নেয়। এসময় বজ্রপাতে
মৃত জেলে মিকুঞ্জ দাস সহ তিনজন আহত হয়। এবং নদীতে পড়ে গিয়ে জেলে সুমন দাস নিখোঁজ হন। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিকুঞ্জ দাসকে মৃত ঘোষণা করেন।

আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। নদীতে পরে নিখোঁজ হওয়া সুমন দাসকে উদ্ধারের জন্য ডুবুরি দলকে খবর দেয়া হয়।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু জানান, খবর পেয়ে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সুমন দাস নামে নিখোঁজ একজনকে উদ্ধারের জন্য ৯৯৯ এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।

তাকে উদ্ধারে প্রশাসন, পরিবারের সদস্য ও স্থানীয়রাও চেষ্টা চালাচ্ছেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...