আজ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ফাইল ফটো

রাত আটটার পর দোকান বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেলাবতে মানছেন না কেউ

মোঃ আশিকুর রহমান সৈকতঃ

বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৪ ধারার বিধান অনুযায়ী রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপনী বিতান কাঁচাবাজার সহ জরুরী প্রয়োজনীয় দ্রব্য নয় এমন দোকান বন্ধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কঠোরভাবে নির্দেশনা প্রদান করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় কঠোর অবস্থান নিয়েছেন প্রশাসন রোধ করা হচ্ছে বিদ্যুৎের অপচয়। কিন্তু উল্টো চিত্র নরসিংদীর বেলাব উপজেলার বিভিন্ন বাজারের।

উপজেলার বেলাব বাজার, পোড়াদিয়া বাজার, নারায়ণপুর বাজার, বারৈচা বাজার সহ বিভিন্ন বাজার ও মোড় ঘুরে দেখা যায় দোকান, শপিং মল, মার্কেট, বিপনী বিতান, সার-কিটনাশক, চা স্টল সহ নানা অপ্রোয়জনীয় দোকান খোলা থাকে রাতভর। নেই প্রশাসনের তেমন ভূমিকা। যেখানে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা নেই তা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে ।

সচেতন মহল বলছেন, শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে তাই সরকার এমন উদ্যোগ নিয়েছেন যা প্রশংসনীয়। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের কোন কার্যক্রম নেই, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের এগিয়ে আসা উচিত।

এ বিষয়ে জানতে চাইলে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহিন বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছি মানুষকে সচেতন করতেছি।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...