আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রায়পুরায় জোড়া খুনের ঘটনায় আরও দুই জন গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর রায়পুরায় শেরপুর গ্রামের কলাক্ষেতে জোড়া খুনের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১১ ডিসেম্বর) ভোরে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রায়পুরা উপজেলার শেরপুর পশ্চিম পাড়ার লুৎফর মাস্টারের ছেলে সাইফুল ইসলাম (১৮) ও তাজুল ইসলামের ছেলে রহমত উল্লাহ (৩২)।

রবিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার একটি কলাক্ষেত থেকে অজ্ঞাত দুই ব‍্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা কলাক্ষেত থেকে উদ্ধার হওয়া ওই দুই ব‍্যক্তি মরদেহ শনাক্ত করে তাদের পরিচয় নিশ্চিত করেন। পরে রাতেই নিহত আলী হোসেনের স্ত্রী রেনু বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে রায়পুরা থানায় মামলা করেন। মরদেহ দুটি উদ্ধারের পর থেকেই ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে জেলা ডিবি পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ‍্য প্রযুক্তির সহায়তায় রায়পুরার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কামরুল ও কাউসার নামের দুজনকে গ্রেফতার করা হয়। পরে তারা বিজ্ঞ আদালতে ঘটনার সাথে জড়িতদের নামসহ দোষ স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে।

তাদের দেওয়া তথ্যমতে গোয়েন্দা পুলিশ রবিবার ভোরে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রহমত ও সাইফুলকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা দুইটি জ্যাকেট ও হাতুরী উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রহমত ও সাইফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সহ মোট ৬ জন এই হত্যাকান্ডে অংশগ্রহণ নেয় বলে জিজ্ঞাসাবাদে জানায়। অনলাইন জুয়া খেলার টাকা-পয়সা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত প্রণয়ের জেরে ওই দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানায় তারা।

গ্রেফতারকৃত রহমত ও সাইফুলকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...