আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলাবতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

 

আলমগীর পাঠান

নরসিংদীর বেলাবতে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বোরো ধান, কলাবাগান, শিম খেতের,লাউ খেতের,কলা বাগানের সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের জমি মাটির সঙ্গে পড়ায় ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নারায়ণপুর, বিন্নাবাইদ, চর উজিলাব, সল্লাবাদ’সহ বিভিন্ন ইউনিয়নে এলাকায় ঘুরে দেখা যায় শিম ক্ষেত,লাউ ক্ষেত,ধান ক্ষেত,কলাবাগান,পেপে বাগান।

নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর গ্রামের কৃষক রবিন পাঠান বলেন,আমি প্রায় ২০ শতাংশ ধানের জমি চাষ করেছিলাম।কিন্তু গত মঙ্গলবার রাতে ঝড়ের কারণে আমার ধানের জমি মাঠিতে পরে যায়। এতে আমার অনেক ক্ষতি হয়েছে।

দড়িকান্দি গ্রামের হিরণ মিয়া বলেন আমি ১৫ শতাংশ জমিতে শিম এবং ৭ শতাংশ জমিতে লাউ চাষ করেছিলাম।এই ঝড়ের কারণে আমার শিম আর লাউ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিন্নাবাইদ ইউনিয়নের কাশেম নগর গ্রামের কৃষক আরমান মিয়া বলেন আমাদের ৪ শতাংশ জমিতে পেপে বাগান ছিল।আমাদের বাগানের প্রায় সব গাছ ঝড়ে ভেঙে গেছে।

বেলাব উপজেলা কৃষি কর্মকর্তা নাজিম উর রউফ খান বলেন ক্ষতির পরিমাণ জানার জন্য মাঠে মাঠ কর্মীরা কাজ করছেন। প্রাথমিক অবস্থায় ধানের তেমন বেশি ক্ষতি নাই।তবে শিম, লাউ,পেঁপে সহ অন্যান্য ১৮-২০ হেক্টর ক্ষতি হয়েছে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...