আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নীলফামারীতে বিনামূল্যে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরন

 

নীলফামারি জেলা প্রতিনিধি

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের খাদ্য চাহিদা পূরনের পাশাপাশি বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করা হয়। এছাড়া দেশে কিভাবে কৃষি জাত ফলন আরও বৃদ্ধি করা যায় তা গবেষণা করতেছে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন গবেষক। কৃষকদের মাঝে কিভাবে আরও ফলন বাড়ানো যায় তা গভীর ভাবে পর্যবেক্ষন করতেছে কৃষি কর্মকর্তাগন। তারই ধারাবাহিকতায়
নীলফামারী সদর উপজেলা কৃষি কার্যালয়ের পক্ষ থেকে কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি পটাশ সার, ১০ কেজি ড্যাপ সার ও হাইব্রিড ধানবীজ ২ কেজিসহ বিনামূল্যে বিতরণ করা হয়।

অদ্য ০৮/১২/২২ খ্রিস্টাব্দ বিকাল ৪ ঘটিকায় শুভ উদ্ভোদন করেন, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি।
এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়াম্যান সাঈদ মাহমুদ, শান্তনা চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান, ইশরাত জাহান পল্লবী, নীলফামারি জেলা পরিষদের মহিলা সদস্য, ইয়াহিয়া আবিদ- কৃষক লীগের সভাপতি, জেসমিন নাহার – নীলফামারী উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসার আতিক হাসানসহ নীলফামারী সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ফলন বাড়ানো যায় তার নেতিবাচক দিক নিদর্শনা তুলে ধরেন। বিনামূল্যে বীজ,সার পেয়ে অনেক খুশি। সেই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...