আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিমলায় হানাদার মুক্ত দিবস পালন

ডিমলায় হানাদার মুক্ত দিবস পাল

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডিমলায় হানাদার মুক্ত দিবস পালন করেছেন বিভিন্ন পেশার মানুষ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় ডিমলায়। প্রতি বছরের মতো এ বছরও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। দিবসটি পালনের মধ্যদিয়ে মানবতাবিরোধী অপরাধীদের রায় কার্যকর ও মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বধ্যভূমিগুলোকে চিহ্নিত করে স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। আজকের এই দিনে ডিমলাকে হানাদার মুক্ত করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধারা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলে। বীর মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমণের মুখে হানাদার বাহিনী পিছু হটে। বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক হানাদারদের মরণপণ লড়াই হয়। এই লড়াইয়ে পাক হানাদার বাহিনীর গুলিতে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ ও নতুন প্রজন্মের সামনে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরতে নানা কর্মসূচি মধ্য দিয়ে রবিবার (১১ ডিসেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ এবং ডিমলা বিজয় চত্ত¡রে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। অন্যান্যদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আলশরাফ আলী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: সামছুল হক, আও.লীগের সাধারন সম্পাদক মো: আনোয়ারুল হক সরকার মিন্টুু, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, ইউএনও বেলায়েত হোসেন, অফিসার ইনচার্জ মো: লাইছুর রহমান, ওসি তদন্ত বিশ্বদেব রায়, আও.লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: লুৎফর রহমান, যুবলীগের যুগ্ম আহবায়ক মো: ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক মো: আবু সায়েম সরকার, সাধারন সম্পাদক আব্দুর রশিদ লেবু সহ আও.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী,মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...