আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভৈরবে অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও কম্বল বিতরণ

এম. আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ 

কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
সৌদি আরবের টিম নাইন এন্ড কোম্পানির চেয়ারম্যান প্রবাসী মো: বিল্লাল হোসেনের আর্থিক সহায়তায় আজ শুক্রবার সকালে ভৈরব শহরের কমলপুরস্থ বিল্লাল টাওয়ারে ৫শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও শীতের কম্বল বিতরণ করা হয়।
ভিডিও কলের মাধ্যমে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি নেতা সৌদি আরবস্থ টিম নাইন এন্ড কোম্পানির চেয়ারম্যান দানবীর প্রবাসী মো: বিল্লাল হোসেন।

কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: ফখরুল আলম রতনের সভাপতিত্বে খাদ্যদ্রব্য ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কিশোরগঞ্জ জেলা মৎসজীবি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাজেদ আলী, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো: সেলিম খান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্নাফ খান, ২নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আপন হাজারী প্রমুখ। সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা মৎসজীবি দলে সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম।
কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপি নেতা ও সৌদি আরবের টিম নাইন এন্ড কোম্পানির চেয়ারম্যান প্রবাসী মো: বিল্লাল হোসেনের আর্থিক সহযোগিতায় ৫শতাধিক মানুষকে জনপ্রতি ১০কেজি চাল, ৩কেজি আলু ও একটি শীতের কম্বল দেয়া হয়।
যুবদল নেতা প্রবাসী মিল্লাত হোসেন বলেন, কালিকাপ্রসাদের কৃতী সন্তান সৌদি আরবের টিম নাইন এন্ড কোম্পানির চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন দেশের এ ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এজন্য তিনি প্রবাসী বিল্লাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: ফখরুল আলম রতন বলেন, প্রবাসী বিল্লাল হোসেন অসহায় মানুষের পাশে থাকায় গরীব দুখী মানুষরা তাদের বিপদে আপদে ভরসার জায়গা পেয়েছে। তিনি তাই কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা অনেকই মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে জেলে আছেন। তাদের পরিবার গুলোও সবচেয়ে বেশি অসহায়। এসময় তিনি কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
প্রবাসী বিল্লাল হোসেন এক ভিডিও বার্তায় বলেন, প্রবাসে থেকে তার সাধ্যমত এলাকার অসহায় মানুষদের সহযোগিতা করার চেষ্টা করছি। তার এসব সহায়তা প্রদান অব্যহত রাখতে পারেন তাই সবার নিকট দোয়া কামনা করেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...