আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে ফার্মেসীতে হামলা, ভাংচুর নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক গাজীপুর: 

কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের দোলনবাজারে বাংলাদেশ ফার্মেসীতে হামলা ভাংচুর ও নগদ টাকা লুটসহ আড়াই লাখ টাকার ক্ষয়-ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ফার্মেসী মালিক রাজিব ভৌমিক (৩১) কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন-
কালীগঞ্জ কলাপাটুয়া গ্রামের লোকমানের ছেলে মান্নান(২৭), আফু খরাদীর ছেলে রাকিব(২২), সেলিমের ছেলে মোবারক(২৫), জসুর ছেলে রায়হান(২০), মৃত এখলাস ভূইয়ার ছেলে লোকমান(৫৫)।
অভিযোগ সুত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়,কলাপাটুয়া গ্রামের বিমল ভৌমিকের ছেলে রাজিব ভৌমিক দোলনবাজারে “বাংলাদেশ ফার্মেসী” নামক একটি সেবা মূলক প্রতিষ্ঠানে ঔষধের ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে দোকান কর্মচারী দিবস রায়(২৫) ফার্মেসী দোকান খুলে বসেন।
এমতাবস্থায় অভিযুক্ত হামলাকারীরা একজন গুরুতর রোগী নিয়ে ফার্মেসীতে আসেন। এসময় উক্ত দোকানের কর্মচারী দিবস রায় তার মালিক রাজিব ভৌমিককে রোগীর সম্পর্কে ফোনে বিস্তারিত জানায়। পরবর্তীতে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে রোগীকে অন্য কোথাও দেখাতে বলেন দিবস রায়। রোগীকে অন্য কোথায় দেখানোর কথা বললে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে দোকান কর্মচারী দিবস রায়কে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যাওয়ার সময় তারা ফামের্সীর সাটারসহ দোকান ভাংচুর ও নগদ টাকালুট সহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়-ক্ষতি করে।
এ বিষয়ে দোকান মালিক রাজিব ভৌমিক বলেন, হামলাকারীরা ফার্মেসীতে এসে আমার কর্মচারীকে বলে আমাকে ফোন করতে। সে আমাকে ফোন করে রোগীর বিষয়ে বিস্তারিত জানায়। আমি কর্মচারীকে ফার্মেসীতে আসতে দেরী হবে বলে রোগী অবস্থা খারাপ শুনে রোগী অন্যত্র যাওয়ার কথা বলি। আমার কর্মচারী রোগীর স্বজনদের রোগীকে অন্যত্র নেওয়ার কথা বললে স্বজনরা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে আমার দোকানের ক্ষয়-ক্ষতি করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম বলেন, আমি দোলনবাজারে ঔষধের দোকানে হামলা ও লুটপাটের তীব্র নিন্দা জানাই এবং দুস্কৃতি ও হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি। হামলার সত্যতা জানতে চাইলে কালীগঞ্জ থানার কর্তব্যরত এস আই আব্দুল করিম জানান, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঔষধের দোকানে হামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...