আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরদীতে পাওয়ার গ্রীড স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে পাওয়ার গ্রীড স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শনিবার সকালে শহরের মাঝিপাড়ায় ও হাররদিয়া এলাকায় পাওয়ার গ্রীড স্থাপনের স্থান পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, পিজিসিবি এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম গাউছ মহীউদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক আবদুর রশিদ খান, প্রধান প্রকৌশলী সরদার মোহাম্মদ জাফরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ইশরাত জাহান তামান্নাসহ প্রমুখ।

এসময় শিল্পমন্ত্রী বলেন, একসময় তীব্র বিদ্যুতের সংকট জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলেছিল। এখন পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, এখন মানুষ ২৪ ঘন্টা বিদ্যুতের সরবরাহ পাচ্ছেন। সরকার সারাদেশে নিরবিচ্ছিন্ন ভাবে গুনগত মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ করছে। মনোহরদীতে পাওয়ার গ্রীড স্থাপন হলে এই উপজেলার মানুষের পাশাপাশি প¦াশ্ববর্তী উপজেলার মানুষও উপকৃত হবে। তিনি দ্রুত সময়ের মধ্যে পাওয়ার গ্রীড স্থাপনে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...