আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরদীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন ১হাজার রোগী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: 

নরসিংদীর মনোহরদীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে প্রায় ১হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

আজ উপজেলার লেবুতলা ইউনিয়নের চকতাতারদী বেগম নুরজাহান হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘ইতি টিম বাংলাদেশ’ এর উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল ১০টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ৫শতাধিক মানুষের চিকিৎসা সেবা ও ৩শত মানুষের রক্তের গ্রুপ নির্ণয় সহ প্রায় ২শত মানুষের ডায়াবেটিস পরিক্ষা করা হয়েছে ।
জানা যায় চকতাতারদী গ্রামবাসী সহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ সেবা গ্রহণ করতে পেরেছে।

এখানে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. খাইরুল ইসলাম রনি, এমবিবিএস (ডিইউ), পিজিটি,সিএমইউ এক্স এইচএমও
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল,ডা. আশরাফ সিদ্দিক আদিল
(ডায়াবেটিস,সার্জারী,কিডনি ও ইউরোলজী রোগের চিকিৎসক), ডা. রায়হান ভূঁইয়া
এমবিবিএস, এমআরসিএস পার্ট বি,ডা. রুহুল আমিন, এমবিবিএস (ডিইউ) পিজিটি ( অর্থোপেডিকস)।
সেবা গ্রহণকারীদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য যাতায়াত সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, আজকে আমাদের বাড়ির পাশে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।

ইতি টিম এর প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জানান, আমি আমার সংগঠন ইতি টিম বাংলাদেশ এর মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আজকের এই আয়োজন মানুষের সঠিক সেবা নিশ্চিত করাই ছিল আমার উদ্দেশ্য।

রক্তের গ্রুপ নির্ণয়ে সার্বিক সহযোগিতায় ছিল মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশন এর সদস্যরা। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের আক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের সমাপ্তি ঘটে বলে তিনি জানান।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...