আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধ মঞ্চের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ আশিকুর রহমান সৈকত 

মুক্তিযুদ্ধ মঞ্চের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বিকেলে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি/ মুখপাত্র অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন ও সাধারন সম্পাদক সাবিহা মাহফুজ নীলা নেতা কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন। উল্লেখ্য ২০১৮ সালের ৪ ঠা অক্টোবর ৩০% মুক্তিযোদ্ধা কোটা পূনর্বহালের দাবীতে শাহবাগে সমবেত বীর মুক্তিযোদ্ধা তাদের সন্তান প্রজন্ম ও মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান শত সহস্ত্র জনতার রাজপথে অবস্থান অবরোধ আন্দোলনের গর্জন থেকে মুক্তিযুদ্ধ মঞ্চের জন্ম হয়। ঐদিনই শাহবাগে অবস্থানরত হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান প্রজন্ম অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীনকে সংগঠনের মুখপাত্র/ আহবাহক হিসেবে ঘোষনা করেন।

সেই সময় থেকে অদ্যাবধি মুক্তিযুদ্ধ মঞ্চ এ জাতির সকল সংকটে অন্ধকারে দীপশিখা হয়ে অসাম্প্রদায়িকতার মূলমন্ত্র ধারন ও সকল ক্ষেত্রে বৈষম্য বিলোপের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ শক্তিশালী শান্তিময় বাংলাদেশ গড়ার অমিত প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ অমর শহীদ আর সম্ভ্রম হারানো দুই লক্ষ মা বোনের স্বপ্ন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ ধারন করে বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার সুরক্ষাসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলমত ধর্মবর্ন জাতিগোষ্ঠী নির্বিশেষে সমগ্র জনগোষ্ঠীকে সাথে নিয়ে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ কাজ করে যাচ্ছে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...