আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিমলায় প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিদায়ী সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন চাকুরি থেকে অবসর গ্রহণ করেন।

তিনি ১৯/০৮/১৯৮৭ সালে প্রথম চাকরিতে যোগদান করেন। আজ ৪ অক্টোবর চাকরি থেকে অবসরে যান। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, উপজেলা শাখা, ডিমলা, নীলফামারী কর্তৃক আয়োজিত
অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করেন। মোঃ জয়নাল আবেদীন দক্ষিণ তিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সহিত দীর্ঘদিন থেকে দ্বায়িত্ব পালন করছেন।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মোঃ নুর আলম, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, উপজেলা শাখা,ডিমলা, নীলফামারী। উক্ত অনুষ্ঠান আরোও উপস্থিত আবু সায়েম অভি সিনিয়র- সহ-সভাপতি, মোঃ রফিকুল ইসলাম- সহ-সভাপতি, মোঃ রবিউল ইসলাম-সিনিয়র যুগ্ম সম্পাদক, মোঃ আবুল কালাম আজাদ-হিসাব সহকারী, উপজেলা শিক্ষা অফিস, ডিমলা, নীলফামারী। বাবু নগেন্দ্রনাথ রায়, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, উপজেলা শিক্ষা অফিস, ডিমলা, নীলফামারী। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার নেতৃবৃন্দ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ মাসুদ করিম- ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার,ডিমলা, নীলফামারী। অনুষ্ঠানে বক্তারা মোঃ জয়নাল আবেদীন স্যারের অবসর পরবর্তী জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক তার চাকুরী জীবনের স্মৃতিচারণ করেন এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, শাহেদ আদনান হাসান শাহরিয়ার- সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, উপজেলা শাখা, ডিমলা, নীলফামারী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রায়হান ইবনে আবেদীন, সভাপতি- বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, উপজেলা শাখা, ডিমলা, নীলফামারী।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...