আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নীলফামারীতে অনলাইন জুয়ার নামে প্রতারণা গ্রেফতার-৪

জেলা প্রতিনিধি,নীলফামারী 

নীলফামারী জেলা সদরে অন্যের জাতীয় পরিচয় পত্র দিয়ে জুয়ার সাইড খুলে পরিচালনার দায়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ফেব্রুয়ারি) সন্ধায় প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ। গতকাল রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-রোস্তম আলীর ছেলে মিজানুর রহমান (২৪) ভবেস রায়ের ছেলে রাগর রায় (২২), জিয়ারুল রহমানের ছেলে জাকির (১৯),তারা কুন্দুপুকুর এলাকার বাসিন্দা ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মধ্যপাড়া গ্রামের মজিদুল ইসলামের ছেলে শয়ন মিয়া( ২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, জনকল্যাণ সেচ্ছাসেবী ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সদস্যরা অবহেলিত মানুষকে সহায়তার লোভ দেখিয়ে ভোটার আইডি কার্ড নিয়ে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইড খুলে প্রতরণা করে। তারা বিভিন্ন এলাকায় গিয়ে জনসেবার কথা বলে মানুষের কাছে ভোটার আইডি কার্ড এবং ছবি নিয়ে এক কেজি আটার প্যাকেট দেয়। পরে সেই আইডি কার্ড দিয়ে একটি লিংকে প্রবেশ করে জুয়ার বিভিন্ন সাইটের একাউন্ট তৈরী করেন। পরে একাউন্ট বিক্রি করে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারনার বিষয়টি স্বীকার করেন । এসময় তাদের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, এ সাইটগুলো খুলে গ্রাহককে লোভ দেখিয়ে জুয়া খেলতে বাধ্য করা হয়। পরে তারা জুয়ায় আসক্ত করে সর্বশান্ত হয়ে যায়। তারা এতে বিভিন্ন ব্যাংকের কারেন্সি ব্যবহার করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তানভিরুল ইসলাম বলেন, তাদের গ্রেফতার করে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...