আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নীলফামারী জেলা প্রেসক্লাবের সভাপতি সিয়াম, সম্পাদক নুর আলম

জেলা প্রতিনিধি, নীলফামারীঃ 

নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মাছরাঙ্গা টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি এবি এম মনজুরুল আলম সিয়াম সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবের ২১টি পদে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যরা হলেন, সভ-সভাপতি পদে বিজয়ী নির্বাচিত হয়েছেন আতিয়ার রহমান বাড্ডা (যমুনা টেলিভিশন), হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ (নীলচোখের সম্পাদক), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), হামিদুল্লাহ সরকার (দৈনিক নবচেতনার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুভাস বিশ্বাস (শিক্ষাবার্তা ডট কম) ও আব্দুর রশিদ শাহ (নিউজ ২৪), দপ্তর সম্পাদক রাজীব চৌধুরী রাজু (ভোরের কাগজ ও ডেইলী সান),অর্থ সম্পাদক এম আবুল হোসেন শাহ (চাঁদনীর বাজার), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলন (দৈনিক বর্তমান), এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন মোস্তফা আবিদ (দৈনিক যুগান্তর), কাজী মাহবুবুল হক দোদুল (দৈনিক নীলকথার সম্পাদক), তৈয়ব আলী সরকার (ঢাকা ট্রিবিউন), নুর আলম সিদ্দিকী দুলাল (বাংলাভিশনের), আরিফুল ইসলাম (দৈনিক পরিবেশের), মুশফিকুর রহমান সৈতক (দৈনিক ইনকিলাবের ) ও নুরে আলম বাবু (দৈনিক সমাচার) বিজয়ী হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় ক্রীড়া সম্পাদক হিসেবে দৈনিক খোলা কাগজের মোশাররফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে জিটিভির মনিরুল হাসান শাহ আপেল এবং তথ্য প্রযুক্তি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সম্পাদক হিসেবে ডিবিসির আলিফ নূরা রিনি নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শামসুল ইসলাম জানান, ১৮টি পদের বিপরিতে ২৮জন অংশ গ্রহণ করে। ৩৯জন ভোটারের মধ্যে ৩৯জন ভোটাধিকার প্রয়োগ করলেও একটি ভোট বাতিল হয়।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...