আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবপুরে প্রাইভেট হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নারীর মৃত্যু

নরসিংদী প্রতিবেদকঃ

নরসিংদীর শিবপুরে ডাক্তারের ভুল চিকিৎসায় মারজিনা পারভীন রিনি (৩২) নামে এক নারীর মৃত্যু। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৫টার দিকে উপজেলার কলেজ গেইট এলাকার ‘শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে’ এ ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মর্জিনা পারভীন শিবপুর উপজেলার আশ্রাফপুর এলাকার আকরাম হোসেন বাবুলের স্ত্রী।

এলাকাবাসি ও স্বজনরা জানায়, বিকেলে মর্জিনাকে পেটের ব্যাথার জন্য শিবপুর পুপলার প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মাসুদ মান্নান জেসন এর চেম্বারে নিয়ে গেলে ডাক্তার তাকে গ্যাসটিকের ইনজেকশন দিলে রোগী তাৎক্ষণিক ভাবেই বেহুশ হলে রোগী সহ ওই ডাক্তারকে সাথে নিয়ে রোগীর আত্মীয়-স্বজনরা এ্যামবুলেন্স নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগে আসলে কর্তব্যরত ডাক্তার মারজিনা পারভীন মৃত ঘোষনা করেন।

নিহত মর্জিনা পারভীনের পিতা নুরুজ্জামান খান বলেন, ডাক্তার মাসুদ মান্নান আমার মেয়েকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। ডাক্তার জরুরি বিভাগের ভিতরে আছে। আমরা এই ডাক্তারের বিচার চাই।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, নরসিংদী জেলা হাসপাতাল থেকে রোগীদের উশৃংখল পরিবেশের খবর পেয়ে সেখানে গিয়ে পরিবেশ শান্ত করি। মরদেহ হসপাতালেই আছ। তবে ঘটনাটি শিবপুরের তাই ওই থানার ওসি বিস্তারিত বলতে পারবে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, নিহতের লোকজন বলছেন যে ডাক্তারের ভুল চিকিৎসা মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসক বলছেন রোগীকে কোন ভুল চিকিৎসা দেওয়া হয়নি। এ ঘটনায় আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদরে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...