আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাটমোহরে শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ

 

মোঃ কায়সার আহম্মেদ,পাবনা সংবাদদাতাঃদেশের সুনামধন্য শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের আর্থিক সহযোগীতায় চাটমোহর উপজেলা শুভসংঘের আয়োজনে ২’শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২১-জানুয়ারী) বেলা ১১টায় চাটমোহর সরকারি ডিগ্রী কলেজে মাঠে এ কার্যক্রম পরিচালিত হয়।

শীতবস্ত্র কম্বল হাতে পেয়ে বৃদ্ধা সেতারা বেগম বলেন, এতো শীত গেলো কেউ আমাগারে একবারও খোঁজ নিলো না। আজ আমাক বাড়িত থেকে ডাকে আনে এই মানুষ গুলা
একটা কম্বল দিলো। এতো শীতের কষ্ট করতিছিলেম, আজ থেকে একটু হলেও শান্তিতে ঘুমাতে পারবো। আর দোয়া করি যারা এই কম্বল দিলো আল্লাহ যেনো তাদের সুখে শান্তিতে রাখে।

পৌর শহরের বীনা রানী বলেন, এই কম্বলটা আমাগারে খুব উপকারে আসবে। আমার ছেলের বাবা অসুস্থ হয়ে বাড়িতে শয্যাসায়ী। রাতে ঘুমানোর সময় শীতে সে খুব কষ্ট পায়। এই কম্বল তাকে দিবো। মানুষটার শীতের কষ্ট দুর হবিনি।

চাটমোহর উপজেলা শুভসংঘের সভাপতি মেহেদী হাসান সুজনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের
মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, চাটমোহর পৌর সভার কাউন্সিলর মো. নাজিম উদ্দীন মিয়া, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুত, চাটমোহর প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সাধারন সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক।

এসময় কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, উপদেষ্টা শাহীন রহমান, ইকবাল কবির রনজু, জেমান আসাদ, উপজেলা শুভসংঘের সহ সভাপতি এমএ আলিম
আব্দুল্লাহ, শুভসংঘ উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজিদ হোসাইন, কোষাধ্যক্ষ জুয়েল রানা, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান মুন্না, কার্যকারি সদস্য রুহুল আমিন, নাজমুল হোসাইন, অমিত সরকার শাওন, কালাম
হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...