আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাটমোহরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

 

মোঃ কায়সার আহম্মেদ, পাবনা সংবাদদাতাঃ

পাবনার চাটমোহরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় রবি মৌসুমে
বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২- ডিসেম্বর) দুপুরে হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে পাবনার চাটমোহরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় রবি মৌসুমে
বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

চাটমোহর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সঞ্চালনা করেন উপ- সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনা জেলা উপ-পরিচালক ডাঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুন্নাহার শাপলা,
চাটমোহর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান খান মজনু, হরিপুর ইউনিয়ন কৃষকলীগে সাধারণ সম্পাদক মতিউর রহমান টুটুল ও কৃষক সুলতান মাহমুদ প্রমুখ।

মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তরা বলেন,সরকার কৃষির উন্নয়নে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। কৃষির ফসল প্রদর্শনী একটি মডেল। আধুনিক চাষাবাদে কৃষকদের এগিয়ে আসতে হবে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...