আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ কয়েক ঘন্টা বন্ধের পর পূনরায় শুরু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম সিলেটের সাথে কয়েক ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর পুনরায় ট্রেন চলাচল সচল।

সোমবার (২২আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতকান্দি স্টেশনের পূর্বে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়।

ফলে মেথিকান্দা ভৈরবসহ আশপাশের বিভিন্ন স্টেশনে অপেক্ষায় থাকতে হয় দূরপাল্লার ট্রেন গুলো। এতে ট্রেনে সিডিউল বিপর্যয় ঘটে।
চরম দূর্ভোগে পড়েন ট্রেনে আটকা পরা যাত্রী সাধারণ।

দৌলতকান্দি স্টেশন মাস্টার সামসুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি দৌলতকান্দি স্টেশনের পূর্বে পৌঁছায়। এ সময় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
তিনি আরও জানান, ট্রেনটিকে উদ্ধারে বিকল্প ইঞ্জিন আনা হয়। ইঞ্জিনটি এসে উদ্ধার করে। বিকেল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...