আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দৌলতপুরের ভূমি সেবায় অভূতপূর্ব পরিবর্তন ভোগান্তি ছাড়াই সেবা পাচ্ছে মানুষ

মোঃ সম্রাট আলী কুষ্টিয়া থেকে-

কুষ্টিয়া দৌলতপুরের ভূমি সেবায় এসেছে আমূল পরিবর্তন । পূর্বে যেখান দালাল দ্বারা বেষ্টিত ছিল বিভিন্ন ভূমি অফিস আজ সেখানে অনেকটা দালাল ও দূর্নীতি মুক্ত। সময়ের ব্যাবধানে এসেছে আমূল পরিবর্তন।

একসময় জমি খারিজ বা নাম জারির জন্য সাধারণ জনগণকে ঘুরতে হতো মাসের-পর-মাস আজ সেখানে দুই সপ্তাহের ব্যবধানে পাওয়া যাচ্ছে নাম খারিজের কাগজ।পূর্বে নাম খারিজের আবেদন করার ২৮ দিন পরে জানা যেতো কোন কাগজে সমস্যা আছে কিনা বা আরও তথ্য সম্বলিত কি কি কাগজ লাগবে সেই সকল তথ্য এখন আবেদন করার দিনেই পাওয়া যায়।

দৌলতপুর উপজেলা আয়তনের দিক থেকে অনেক বড় একটি উপজেলা হওয়ায় এর জনসংখ্যা একদিকে যেমন অনেক বেশি তেমনি ভূখণ্ডের পরিমাণের দিক থেকেও কম নয় আবার এই উপজেলার বড় একটি অংশ চরাঞ্চল ও সীমান্ত অঞ্চল হওয়ায় জমিজমা বিষয়ক সমস্যা যেন কোন ভাবেই পিছন ছাড়ে না। আর এই সকল বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য সহকারী ভূমি কমিশনার আফরোজ শাহীন খসরু দৌলতপুরের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন রকম সব অভিনব পদ্ধতি। যা ইতিমধ্যে তাক লাগিয়েছেন দৌলতপুর বাসী সহ দেশের বিভিন্ন মানুষের কাছে।

সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে এবং দ্রুত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে দৌলতপুর উপজেলার ১৪টি ভূমি অফিসে বসানো হয়েছে সিসি ক্যামেরা যার মাধ্যমে প্রতিনিয়ত অনলাইন পদ্ধতিতে ১৪টি ইউনিয়ন ভূমি অফিসের সাথে যোগাযোগ বজায় রেখে সমাধান করা হচ্ছে জমি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান। এছাড়াও দালাল থেকে সাধারণ জনগণকে রক্ষা ও ভোগান্তির হাত থেকে মুক্তি দেওয়ার জন্য সহকারী ভূমি কমিশনার দৌলতপুর আফরোজ শাহীন খসরুর উদ্যোগে কার্যালয়ের চারিদিকে বসানো হয় সিসি ক্যামেরার। জনগণের মধ্যে সচেতনতা আনায়ন বৃদ্ধির লক্ষ্যে ও দালাল থেকে দূরে থাকার জন্য মাসব্যাপী করেন প্রচার মাইকিং এর ব্যবস্থা। এছাড়াও
এছাড়াও লিফলেট পোস্টার বিতরন
অনলাইন প্রত্যয়ন ও ওয়ারিশ কায়েম সনদ প্রদান কার্যক্রম,
অনলাইনে মিসকেসের শুনানি গ্রহণ, দীর্ঘ ২৮ দিন অপেক্ষা পর নামজারী আবেদন তথ্য ঘাটতি/ বিভ্রাটের কারণে বাতিল হলে সেবাগ্রহিতার সময় ও শ্রম অপচয় হয়। এই সমস্যা থেকেও উত্তরণে নিয়েছেন নতুন উদ্যোগ।

আবেদন গ্রহণের সময়ই কাগজপত্র যাচাই – বাছাই করে জানিয়ে দেয়া হচ্ছে আবেদনকারীকে। পরবর্তীতে হোল্ডিং – এ আবেদিত জমির সঠিকতা পাওয়া গেলে ০২ সপ্তাহের মধ্যেই নামজারী কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।


এমন ধরনের বিভিন্ন উদ্যোগে আজ দৌলতপুরের সাধারন জনগন আস্থার পাত্র হিসেবে চিহ্নিত হয়েছেন সহকারী ভূমি কমিশনার আফরোজ শাহীন খসরু।

দৌলতপুরের কিছু কিছু স্থানীয় জনগণের সাথে কথা বলে তারা জানান জমিজমার বিষয়ে সমাধান করার বিষয়টি এক সময় অনেক জটিল এবং সময় সাপেক্ষ ছিল কিন্তু আজ তা অনেকটাই সহজ হয়েছে বিশেষ করে দৌলতপুরে এই সহকারী ভূমি কমিশনার আসার পরে থেকে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...