আজ ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দৌলতপুরে হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধীদের মুখে হাসি

মোঃ সম্রাট আলী কুষ্টিয়া প্রতিনিধি

ওরা ১৮ জন। সবাই প্রতিবন্ধী৷ হুইল চেয়ার পেয়ে সবার মুখেই আজ তৃপ্তির হাসি। আজ বুধবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদের বার্ষিক কর্মসূচির আওতায় স্থানীয় ১৮ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।

বিতরনকৃত হুইল চেয়ারে প্রতিবন্ধী ব্যক্তিগণ

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার হুইল চেয়ার বিতরণ করেন।

হুইল চেয়ার পেয়ে হাসি ফুটে উঠে প্রতিবন্ধীদের মুখে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান,উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত
আলোচনা সভায় বক্তারা সমাজে পিছিয়ে পড়া, অবহেলিত প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

এছাড়াও প্রতিবন্ধী মানুষকে সমাজের বোঝা না মনে করে তাদের দক্ষতা অনুযায়ী কর্মমুখী করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।


চেয়ারপ্রাপ্ত একাধিক ব্যক্তি জানিয়েছেন, চেয়ার পাওয়ার ফলে সমাজে তাদের মূল্যায়ন ও মর্যাদা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি তাদের সাথে স্বজনরা উপস্থিত ছিলেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...