আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ব হাতি দিবসে লংগদুতে আলোচনা সভা

সাকিব আলম মামুন
লংগদু, (রাঙামাটি) প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে লংগদুতে বিশ্ব হাতি দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন পরিষদের সম্মুখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগ রাঙামাটির সহকারি বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও ষ্টেশন কর্মকর্তা সাজিব মজুমদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগ রাঙামাটির বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র।

এ সময় এ্যলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্য ও ইউনিয়ন পরিষদের মেম্বার আনিসুর রহমান, স্থানীয় শিক্ষক ও ইআরটি সদস্য মোহাম্মদ ইলিয়াছ, ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফিরোজ মিয়াসহ এলাকার সচেতন লোকজন, বন কর্মকর্তা, বনকর্মী ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, হাতি আমাদের শত্রু নয় বন্ধু। এদের উত্ত্যক্ত না করে ভালোবাসতে শিখি। তাহলে হাতি-মানুষের মধ্যে সংঘাত নিরসন হবে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...