আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

 

রায়পুরা নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় রামনগর হাইস্কুলের এসএসসি উত্তির্ন প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার দিনব্যাপী উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামে রামনগর হাইস্কুল মাঠে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। বিভিন্ন সময়ের স্কুল জীবনের সাথীদের কাছে পেয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়ে। জীবনে প্রথম এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে খুশি হয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা।
প্রাক্তন ছাত্রী সুহেরা আক্তার বলেন, ‘এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আমি গর্বিত। আজকে এখানে এসে সবাইকে দেখে আমার হারিয়ে যাওয়া অতীত দিনগুলোর কথা মনে পড়ছে।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কঠোর পরিশ্রম ছাড়া নিজেকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
অনুষ্ঠানে জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি ব্যবস্তাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। বিশেষ অতিথি বাংলাদেশ ইনভেস্টম্যান্ট ডেভেলপমেন্ট অথরিটির পরিচালক মো আরিফুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক প্রমূখ।
বিকেলে স্কুল মাঠের সাংস্কৃতিক অনুষ্ঠানে নামি-দামি বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় দেশবরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে শিক্ষক শিক্ষার্থীসহ স্হানীয় দর্শক মাঠে ভিড় জমায়। দেশি-বিদেশি গানের সঙ্গে নেচে গেয়ে মাতিয়ে তোলেন উপস্থিত হাজার হাজার দর্শক।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...