আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

লংগদুতে ভোক্তা ও যাত্রী কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

সাকিব আলম মামুন
লংগদু, (রাঙামাটি) প্রতিনিধিঃ

পার্বত্য রাঙ্গামাটির লংগদু উপজেলায় সর্বস্তরের যাত্রী এবং ভোক্তাদের জন্য যাত্রী ও ভোক্তা কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় লংগদু উপজেলা প্রেসক্লাবের হলরুমে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে লংগদু উপজেলা যাত্রী ও ভোক্তা কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ এবং সাংবাদিক সম্মেলন করা হয়।

সদস্য সচিব রাকিব হাসানের সঞ্চালনায় নিজেদের মূল লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক এবিএস মামুন। এছাড়াও বক্তব্য রাখেন উক্ত সংগঠনের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, আমরা উপজেলার সর্ব সাধারণের পক্ষে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং দাবি তুলে ধরেছি। সংগঠনের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য ও প্রক্রিয়া হলো-

• লংগদু উপজেলার সকল যাত্রী ও ভোক্তাগণের ন্যায্য ভাড়া অধিকার প্রতিষ্ঠা করা।

• সরকারি ও বেসরকারি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সব ধরনের সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ঐক্যমত প্রতিষ্ঠা করা।

ভোক্তা ও যাত্রী পরিষদের নেতৃবৃন্দ মোট ১৫টি দাবি উল্লেখ করেন। দাবিগুলো হলো-

• মুসলিম ব্লক হতে মাইনী বাজার পর্যন্ত রাস্তাটির কাজ দ্রুত শেষ করতে হবে;

• নানিয়ারচর হতে লংগদু রাস্তার অসম্পূর্ণ কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ করতে হবে;

• দুর্ঘটনা রোধে অপ্রাপ্ত বয়স্ক, নেশাগ্রস্থ ড্রাইভারদের গাড়ি চালানো বন্ধ করতে হবে;

• পেশাদার চালকদের নির্দিষ্ট পোষাক এবং ড্রেস কোড করতে হবে;

• নদী পথে বোট ও লঞ্চে সরকার নির্ধারিত কিলোমিটারে ভাড়া বহাল রাখতে হবে;

• যাত্রীবাহী লঞ্চে ব্যবসার উদ্দেশ্যে পশু, পাখি তুলা যাবে না;

• ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধ করতে হবে এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে;

• বিদ্যুৎ এর নতুন সংযোগ গ্রহণ করতে সরকার নির্ধারিত ফি ছাড়া বাড়তি টাকা নেওয়া বন্ধ করতে হবে;

• লংগদু সদরের সাথে গুলশাখালী, বগাচতর, ভাসান্যদমের সড়ক পথে সংযোগ করার লক্ষে ছোট ছোট যানবাহন পারাপারের জন্য ফেরী ব্যবস্থা করতে হবে;

• লংগদু উপজেলার অভ্যন্তরীণ রুটে মোটরসাইকেল ভাড়া প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করা ও

• স্কুল-কলেজ চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের জন্য ধার্য্যকৃত ভাড়ার অর্ধেক ভাড়া নিতে হবে ইত্যাদি।

সম্মেলনে উপস্থিত ছিলেন- সদস্য সাইফুদ্দিন, ইব্রাহিম খলিল, আশিকুজ্জামান সুজন, আমিনুল ইসলাম, মোঃ সালাহ উদ্দিন, মাকসুদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম লিটন প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদানসহ বিভিন্ন দফতরে স্মারক লিপি প্রেরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...