আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবপুরে গীতা পাঠ,শঙ্খ ও উলু ধ্বনি প্রতিযোগিতা শুরু

মোমেন খান:
শিবপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে পবিত্র গীতা পাঠ, শঙ্খ ধ্বনি ও উলু ধ্বনি প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথমদিন শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় যোশর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী গোপীনাথ জিউড় আখড়া ধামে এবং বিকাল ৪ টায় জয়নগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে জয়নগর শ্রী শ্রী দূর্গা মন্দিরে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটি ইউনিয়নে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শতাধিক নারী পুরুষ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
দুই ইউনিয়নে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন যথাক্রমে যোশর ইউনিয়নের সভাপতি সুবল শর্মা ও জয়নগর ইউনিয়নের সভাপতি সুধীর চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিষদের নেতারা বক্তব্যে বলেন, ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এবং পরবর্তী প্রজন্মের কাছে এর চর্চার মাধ্যমে সমাজ পরিবার ও ব্যক্তি জীবনে সৎ ন্যায় পরায়ণ জীবন যাপন করতে পারে সে লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...