আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শোক দিবসে লংগদুতে বিজিবি’র সহায়তা প্রদান

সাকিব আলম মামুন
লংগদু, (রাঙামাটি) প্রতিনিধিঃ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর বিজিবি জোনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় ১৪ জন দুস্থ ব্যক্তিকে নগদ অর্থ অনুদান দেওয়া হয়।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টার সময় রাজনগর জোনে শতাধিক পরিবারের মাঝে উক্ত সেবা কার্যক্রম প্রদান করা হয়।

রাজনগর জোন অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান (পিএসসি)’র উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, পেয়াজসহ নিত্য পণ্য সামগ্রী। ত্রাণ সামগ্রী পেয়ে সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়াও ক্যাপ্টেন রসুল আমিন মেডিকেল অফিসারের দায়িত্বে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক হাফিজুর রহমান।

জোন অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা এ সেবা প্রদান করছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের সেবায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন তিনি।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...