আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কাকে ঋণ দিতে বিশ্বব্যাংকের না

নরসিংদী পোস্ট ডেস্কঃ———–

শ্রীলঙ্কাকে ঋণ দিতে বিশ্বব্যাংক অপারগতা প্রকাশ করেছে।

বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাংক
জানিয়েছে,শ্রীলঙ্কা অর্থনীতিতে বড় ধরনের সংস্কার প্রয়োজন। কারন দেশটির বর্তমান অর্থনীতি একেবারে নড়বড়ে। অর্থনীতি স্থিতিশীল করতে হলে অবশ্যই অর্থনৈতিক সংস্কার জরুরী ভাবে করতে হবে। তা না হলে ঋণ দেয়া সম্ভব নয়। খবর এএফপির।

উল্লেখ্য যে,গত এপ্রিলে শ্রীলঙ্কা ঘোষণা দিয়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করে। দেশটির বৈদেশিক ঋণ ৫২ বিলিয়ন মার্কিন ডলার। দেওয়ালিয়া হবার পরই দেশটি বৈশ্বিক বিভিন্ন ঋণদাতা প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়। এর মধ্যে বিশ্বব্যাংকের কাছেও দেশটি ঋণের আবেদন করে।

জবাবে বিশ্বব্যাংক বলেছে,শ্রীলঙ্কার বর্তমান অর্থনীতি একেবারে তলানীতে ঠেকেছে। একারনে শ্রীলঙ্কার চলমান সংকট নিয়ে তারা উদ্বিগ্ন। দেশটির সরকার যদি এ সংকট উত্তোরণ না করে তাহলে তাদের ঋণ দেয়া সম্ভব নয়।

করোনা মহামারির পরবর্তী সময় ব্যবসা ও রেমিট্যান্সের ওপর নির্ভরশীল দেশটিতে অর্থনৈতিক সংকট ডেকে এনেছে। এসময় সরকারের বেশকিছু ভুল পদক্ষেপে অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে সংকটে পড়ে দেশটি।

যার কারনে দেশটির ২ কোটি ২০ লাখ মানুষ কয়েক মাস ধরে খাদ্য সংকট,ঔষধ সংকট,তৈল গ্যাস বিদ্যুৎ সংকটে পড়ে।

ফলে দেশটিকে জনবিক্ষোভ চরমে উঠে। জনতা নেমে পড়ে রাস্তায়। সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে পড়ে শ্রীলঙ্কা।

জনবিক্ষোভ চরমে পৌছলে দেশটির প্রধানমন্ত্রী তার মন্ত্রীপরিষদসহ পদত্যাগ করেন। অবশেষে চলতি মাসের শুরুতেপ্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেও পালিয়ে যান দেশ ছেড়ে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...