আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সোশ্যাল মিডিয়ায় ইসলাম ধর্মকে কটূক্তি করায় প্রীতম দাশকে গ্রেফতারের দাবি

শাহাদাত হোসেন অপু শ্রীমঙ্গল মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোশ্যাল মিডিয়ায় ইসলাম ধর্মকে অবমাননায় প্রীতম দাশকে গ্রেফতারের দাবি জানায় শ্রীমঙ্গলের ধর্মপ্রাণ মুসলিম জনতা। শান্তির ধর্ম ইসলামের জুম্মার নামাজ, মুসুল্লী আযান ও ইমাম দের নিয়ে কুটুক্তি’ করার অভিযোগে রাস্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ কে গ্রেফতার ও শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে এক বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বুধবার (৩১ আগস্ট)২০২২ ইং। বিকেলে ‘শ্রীমঙ্গলের ধর্মপ্রাণ মুসলিম জনতা’র ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মুসুল্লিরা মিছিল নিয়ে চৌমহনা চত্বরে এসে সমাপ্ত করেন। এতে সভাপতিত্ব করেন লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি, মাও: আকলিছুর রহমান। বক্তব্য রাখেন ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাও: এম এ রহীম নোমানী, মাও: রাশেদ আলী, ডা: এম এ আজিজ, আবু মুসা প্রমুখ। বক্তারা বলেন, রাস্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক আইডি থেকে শান্তির ধর্ম ইসলামের জুম্মার নামাজ, মসুল্লি, আযান ও ইমাম দের নিয়ে কটুক্তি করেন। যা ধর্মপ্রাণ মসুল্লীদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়া হয়েছে। বক্তারা আগামী শুক্রবার জুমার নামাজের পূর্বেই ইসলাম বিদ্বেষী প্রীতম দাশকে গ্রেফতারে প্রশাসনের প্রতি দাবী জানিয়ে বলেন, অন্যথায় আগামী বাদ জুমা শেষে শ্রীমঙ্গলে আবারো বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হবে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, জনৈক প্রীতম দাশের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি- এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেয়া হবে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজি মাহমুদ মিঠুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্কানিমূলক বক্তব্য প্রচার করে কেউ আইন শৃংখলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবে না।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...