আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এশিয়া কাপের ফাইনাল আজ,কার ঘরে যাবে শিরোপা?

খেলা ডেস্ক—-

আজ রোববার বাংলাদেশের সময় রাত আটটায় এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

আজকের ফাইনালে শিরোপা কার ঘরে যাবে? এ নিয়ে চলছে ভক্তদের মাঝে জল্পনা কল্পনা।

এর আগে ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছে তিনবার।।তবে তিনবারের মধ্যে দু’বারই জয় পেয়েছে লঙ্কানরা। এবার চার ফাইনালে সমতা আনার সুযোগ পাকিস্তানের।

এ পর্যন্ত এশিয়া কাপের ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা ১১ বার। এর মধ্যে পাঁচবারই শিরোপা জিতেছে তারা।

এশিয়া কাপেন এই আসরে গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কায় থাকা দলটি উঠে গেছে ফাইনালে।

সে হিসাবে দাশুন শানাকার দল চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

ফাইনালের মহড়া ম্যাচে হেরেছে পাকিস্তান। ওই ম্যাচে শাদাব খান ও নাসিম শাহ বিশ্রামে ছিলেন। শিরোপা লড়াইয়ের ম্যাচে ফিরবেন তারা। আফগানদের বিপক্ষে দুই ছক্কায় ফস্কে যাওয়া ম্যাচ জেতানো নাসিম আজও থাকবেন লাইমলাইটে।

দারুণ ফর্মে থাকা পাকিস্তানও শিরোপা ঘরে নিতে মরিয়া হয়ে আছে।

দুবাই গ্রাউন্ডে ম্যাচ মানে ভালো শুরু করতে পারলে ১৫০-১৬০ রান তোলা সম্ভব। তবে টস পূর্বের ম্যাচগুলোর মতো ফাইনালেও ভূমিকা রাখবে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, খুশদীল শাহ, হ্যারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা, ধানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপক্ষে, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, অসিথা ফার্নান্দো, দিলশান মাসুশকা।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...