আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতাঃ কর্মচারী। কবি–শিশির আহম্মেদ মুকুল

বেতনভুক্ত কর্মচারী,তোমাদের চুলোয় জলবেনা হারি
উন্নয়নে উন্নয়নে গেলাম মরি
শ্রমিকেরা কয় জিনিসপত্রের দাম ভারি
নিতে হলে বাড়াতে হবে টাকা কড়ি
গাড়ী ভাড়া বাড়ছে দিগুন বেতনের অর্ধেক যায় সারি
ব্যবসায়ীদের কামাই ভাল ছুতো খুজে মজুতদারি
কৃষকের রক্তে কামাই করে মধ্যস্বত্তভুগির বাটপারি
আলোচনার কোন দরকার নাই রাতের বেলায় তৈল মারি
বাড়ীওয়ালা কয় গ্যাসের চুলা বন্ধ রাখো
বাড়তি টাকার চাপা ঝারি
সবকিছুতেই নাভিশ্বাস মনডায় কয় য়ে প্রানে মরি
উচ্চভিত্তের রঙ্গ রসে বেহেশত এখন আমাগো বাড়ী
সিন্ডিকেটে চলবে কতদিন স্বাধীন নামের দুনিয়াদারী
মনডায় কয় চাকরি ছাড়ি চইলা যাইতাম অচিনপুরি
কিতারে বা!! কইনচেন দেহি তৈল ছাড়া কি চলবে গাড়ী
আহ!! আহ!! কম্মে যামু কোনঠে যানু নকল বাহাদুরী।।
সব ই যদি বেড়েই গেল বেতন বাড়াইদে তাড়াতারি
পুলা মাইয়ার আবদার কত কেমনে করমু জিম্মাদারি
পুলাপাইনের বাড়তি খাবার না ই দিলে চিৎকার দৌড়াদৈড়ি।।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...