আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

নরসিংদী হতে মোশারফ হোসেন নীলু

নরসিংদীর মাধবদী থানা এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জেলা ডিবি অফিস অস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্র সহ ০৭ জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছেন।

জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম-বার এর নেতৃত্বে মোহাম্মদ ইমদাদুল হক, পুলিশ পরিদর্শক(তদন্ত), মাধবদী, এসআই (নিঃ) এম নঈমুল ইসলাম মোস্তাক, এসআই(নিঃ) কবির উদ্দিন, এসআই(নিঃ) মোঃ সফি উদ্দিন, এসআই(নিঃ) শফিকুল আলম, এসআই(নিঃ) জিহাদুল হক, এএসআই (নিঃ) রাহুল মুজমদার, কং/৩১৯ মোঃ ফরহাদ, কং/৬৩৫ মোঃ রুবেল, কং/৫০০ মোসলেমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে জেলা গোয়েন্দা শাখা ২৭/০৮/২০২২ তারিখ রাত্রী ০২.৩০ মিনিট সময় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মাধবদী থানাধীন মদনপুরগামী রোডের আব্দুল্লাহকান্দি সাকিনস্থ পল্লীবিদ্যুৎ সাব স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৭ জন আন্তঃজেলা ডাকাতসহ ০১টি রিভলবার, ০৩রাউন্ড গুলি, ০২টি চাপাতি, ০১টি চাইনিজ কুড়াল আটক করেন।

জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় তারা পরস্পর সহযোগীতায় মাধবদী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্য ঘটনাস্থলে অস্ত্র গুলি সহ সমবেত হয়েছিল।উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে মাধবদী থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯A/১৯(F)ধারায় পৃথক পৃথক এজাহার দাখিল করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মেহাম্মদ আবুল বাসার বিপিএম -বার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন
১। মোঃ মোখলেছ মিয়া (২৫), পিতা মোঃ হাফিজ উদ্দিন, সাং-ডৌকাদি (ক্লাবঘর),
২। মোঃ সাদ্দাম হোসেন(২২), পিতা মৃত আমীর হোসেন, সাং-ডৌকাদি (ক্লাবঘর),
৩। মোঃ রফিকুল ইসলাম(২৮), পিতা মোঃ নরুল ইসলাম, সাং ডৌকাদি (নিমতলা),
৪। মোঃ জাকির হোসেন(৩০), পিতা মৃত ইয়াকুব আলী, সাং-ডৌকাদি (নিমতলা) সর্ব থানা-মাধবদী, জেলা-নরসিংদী ।
৫। মোঃ মনির হোসেন(৩৫), পিতা মোঃ কামাল উদ্দিন, সাং-দশদোনা(দক্ষিনপাড়া), থানা- ব্রাঞ্চারামপুর, জেলা-বি-বাড়ীয়া।
৬। হাবিবুর রহমান সায়েম(২৫), পিতা মোঃ আব্দুল মান্নান, সাং-প্রতাবনগর,থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।
৭। মোঃ ইউনুছ মিয়া(২৩), পিতা মোঃ ইব্রাহমী, সাং-ডৌকাদি (নিমতলা), থানা-মাধবদী, জেলা-নরসিংদী।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...