আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

“প্রথম ভুল” কবি- মহসিন খোন্দকার

একটি ভালোবাসার ছড়া;

ট্রেনে যাচ্ছি পারাবতে ঢাকা থেকে সিলেট
ঢাকা থেকে ট্রেন ছাড়েনা আরে বাপরে কী লেট!
যা ভেবেছি উল্টো হচ্ছে,ভাগ্যে বিরাট গলদ
সব সময়ই পাশে বসেন,মোটকা ভোটকা বলদ
এবার ভাগ্য মুচকি হাসে
পরী এসে বসল পাশে
চোখের ভেতর চোখ ঢুকিয়ে দাঁতে মারল ফ্লাশ
“এই যে ভাইয়া,কষ্ট করে খুলে দিননা গ্লাস!”
গ্লাস খুলে দেই হাসি দিয়ে
জিজ্ঞেস করি কাশি দিয়ে
মাঝ বয়সী আপনার পাশে,উনি আপনার ডেড?
এ জীবনে কমই দেখছি আপনার মতো মেড!
যে মানুষটি হাসছে খেলছে
কাছে এসে নিশ্বাস ফেলছে
নিচু স্বরে বলে যাচ্ছে গাঢ় সমাচার
আপনার মতো এমন হাবা ক’জন আছে আর!
যা হোক মেডাম আমি সরি
সবে মাত্র আইএ পড়ি
মাপামাপি কমই বুঝি,কলা নিয়ে পড়ছি
পোশাক আশাক সব মিলিয়ে ভার্জিন মনে করছি!

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...